বরিশালের আগৈলঝাড়ার সীমান্তবর্তী কুড়ালিয়া গ্রামে স্বামী ও স্ত্রী’র উপর হামলা করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। স্বামী ও স্ত্রীকে গুরুতর অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী কুড়ালিয়া গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষ দিলীপ রায়ের নেতৃত্বে ৩-৪জনের একটি দল স্বামী শিশির রায় ও স্ত্রী সীমা রায়ের উপর হামলা করে গতকাল বুধবার সকালে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।