More

    আগৈলঝাড়ায় শিক্ষকের মার খেয়ে তৃতীয় শ্রেনীর স্কুল ছাত্রীর আত্মহত্যা

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষকের বেতের পিটুনি ও গালমন্দ করায় ১০ বছরের স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় ওই ছাত্রীর পিতা থানায় শিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের সুমন মিয়ার মেয়ে ও খাজুরিয়া দারুল ফালাহ প্রি-ক্যাডেট একাডেমীর তৃতীয় শ্রেনী ছাত্রী নুশরাত জাহান নোহা বুধবার বিকেলে ঘরের মধ্যে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। শিক্ষার্থীর পিতা সুমন অভিযোগ করেন, করোনা ভাইরাসের কারনে খাজুরিয়া দারুল ফালাহ প্রি-ক্যাডেট একাডেমীর ক্লাশ বন্ধ ছিল। গত এক সপ্তাহ আগে ওই বিদ্যালয়ের ক্লাস শুরু হলে নুশরাত জাহান নোহা ক্লাশে যাওয়া শুরু করেন। গত ৫ সেপ্টেম্বর ক্যাডেট একাডেমীতে মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ৯ সেপ্টেম্বর দুপুরে ওই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে নুশরাত অকৃতকার্য হওয়ায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম সুমন পাইক নোহাকে ক্লাশ রুমে বসে অন্য শিক্ষার্থীদের সামনে হাতে লাঠি দিয়ে পিটায় এবং গালমন্দ করেন। এতে সে কষ্ট পেয়ে বাড়ি গিয়ে কান্নাকাটি করেন। এই কষ্টে সবার অজান্তে বুধবার বিকেলে ঘরের দোতালায় গিয়ে ঘরের আড়ার সাথে ওড়না ও গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এর পরে সুমন মিয়া তার মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশের এসআই মনিরুজ্জামান বুধবার রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল মর্গে প্রেরন করেছেন। এঘটনায় নুশরাতের পিতা সুমন মিয়া ওই শিক্ষককের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন, যার নং-৪। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে কোমর বেঁধে মাঠে নামলো জামায়াত, ব্যস্ত এমপি প্রার্থীরা

    বাকেরগঞ্জ প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করে চলেছেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর...