বরিশালের আগৈলঝাড়ায় মায়ের সাথে এনজিও’র কিস্তি দিতে যাওয়ার পথে সপ্তম শ্রেণীর মাদ্রাসার ছাত্রীকে অপহরন করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন অপহৃতার মা মমতাজ বেগম। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের আক্কাস হাওলাদারের মেয়ে ও গৈলা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেনীর ছাত্রী বৃহস্পতিবার বিকেলে মায়ের সাথে এনজিও’র কিস্তি দিতে বাড়ি থেকে রওনা হয়ে রাস্তায় আসেন। রাস্তায় আসা মাত্র ওই ছাত্রীর মা মমতাজ বেগমকে মারধর করে তার মেয়েকে অপহরন করে নছিমনে তুলে নিয়ে যায় একই এলাকার জালাল হাওলাদারের বখাটে ছেলে বরকত ও শাকিল হাওলাদার। এঘটনায় অপহৃতার মা মমতাজ বেগম বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মো.আফজাল হোসেন বলেন, ওই ছাত্রীর মা ৪জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এর পরেই পুলিশ ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টাসহ আসামীদের গ্রেফতার করার অভিযান চলছে।