More

    আগৈলঝাড়ায় বাড়ির টবে লাগানো গাঁজা গাছ উদ্ধার

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় বাড়ির ছাদ থেকে পাঁচ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
    থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহজাহান সঙ্গিয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে অভিযান চালিয়ে বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের খলিল পাইকের বসবাস করা বিল্ডিংএর ছাদে টবে লাগানো একটি গাঁজা গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উদ্ধারকৃত গাঁজা গাছের উচ্চতা ৫ফিট।
    মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান জানান, এঘটনায় তিনি বাদী হয়ে খলিল পাইকের ছেলে ইউনুস হোসেন পাইককে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। নং-৭ (১১.৯.২০)। গাঁজা গাছ উদ্ধারের ঘটনায় আসামী গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বৃহস্পতিবার দশ জেলায় ১০ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা

    দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।...