More

    আগৈলঝাড়ায় পুকুরে বিষ দিয়ে দেড় লাখ টাকার মাছ নিধন

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় একটি পুকুরে বিষ দিয়ে দেড় লক্ষ টাকার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বাহাদুরপুর গ্রামে একটি পুকুরের পানিতে বিষ দিয়ে গত ১১ সেপ্টেম্বর বিভিন্ন প্রজাতির প্রায় দেড় লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে দূরবৃর্ত্তরা। ওই পুকুরের পানিতে ছোট মরা মাছ খেয়ে দশটি হাঁসও মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও পুকুর মালিক উত্তম ঘটক জানায়, উপজেলার দক্ষিণ বাহাদুরপুর গ্রামের মৃত চিত্তরঞ্জন ঘটকের ছেলে উত্তম ঘটকের সাথে একই এলাকার মৃত. কার্তিক মিস্ত্রীর ছেলে সুভাষ মিস্ত্রীর সাথে জাল দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। মাছ ধরাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে পারিবারিক শত্রুতা চলে আসছিলো। সুভাষ মিস্ত্রী প্রতিপক্ষকে ক্ষতি করার লক্ষ্যে উত্তম ঘটকের পুকুরে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় দেড় লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে। ওই পুকুরের পানিতে ছোট মরা মাছ খেয়ে দশটি হাঁস মারা গেছে। এব্যাপারে অভিযুক্তর সাথে যোগাযোগ করে তাকে না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বকেয়া পরিশোধ না হলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি

    আদানির আগামী ১০ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না হলে পরদিন থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে বলে জানিয়েছে...