বরিশালের গৌরনদীতে প্রতিদিনই হুড় হুড় করে বেড়ে চলেছে পিয়াজের দাম। পিয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে ও বাজার নিয়ন্ত্রণহীন হয়ে ওঠায় চরম বিপাকে পড়েছেন সাধারন ক্রেতা।
উপজেলার টরকী বন্দর, গৌরনদী বন্দর, বাটাজোর বাজার, মাহিলাড়া বাজারসহ বিভিন্ন হাট-বাজারে শুক্রবার খুচরা বাজারে প্রতি কেজি পিয়াজ ৭৫ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ১০ দিন আগেও প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা। প্রতিদিন এমন দাম বৃদ্ধিতে আর বাজার নিয়ন্ত্রণহীন হয়ে ওঠায় চরম বিপাকে পড়েছেন মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষ।