More

    আগৈলঝাড়ায় উপ-নির্বাচনের তফসিল ঘোষনা

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় বাগধা ইউনিয়নের ৩নং সাধারণ ওয়ার্ডে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। উপ-নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান তালুকদার (অতিরিক্ত দায়িত্ব) স্বাক্ষরিত গণ বিজ্ঞপ্তিতে জানান, উল্লেখিত ইউনিয়নের ৩নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৬ সেপ্টেম্বর, প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার ৩ অক্টোবর, ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। ছুটির দিনসহ অফিস চলাকালীন সময়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে পারবেন প্রার্থীরা।
    প্রসংগত, ৩নং বাগধা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ইউনুস মিয়া (৫০) গত ১ আগষ্ট করোনা উপসর্গ নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগষ্ট মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ওই ওয়ার্ডের পদ শূণ্য হওয়ায় উপ-নির্বাচন ঘোষনা করে নির্বাচন কমিশন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিএম কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীর অনশন

    বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে গতকাল রোববার দুপুর থেকে আমরণ অনশন শুরু...