More

    ‘কোন জামায়াতে ইসলামী নয়, গণঅধিকার নয়, ইসলামী আন্দোলন নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীই এ আসনে নির্বাচন করবে

    অবশ্যই পরুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেছেন, ‘পটুয়াখালী-৩ আসনসহ বরিশাল বিভাগে এখনও বিএনপির জোটের পাঁচটি আসন অমীমাংসিত রয়েছে। পাঁচটি আসনেই দিনের পর দিন জামাতের পাল্লা ভারি হচ্ছে।

    গণ অধিকারের নামে বিএনপির প্রতিটি ইউনিয়নে কর্মীদের উপর হামলা, মারামারি, জখম, পাল্টা জখম শুরু হয়েছে।’ পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা কলেজ মাঠে বুধবার (১২ নভেম্বর) বিকাল ৫টায় অনুষ্ঠিত বিএনপি’র এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসান মামুন।

    হাসান মামুন বলেন, ‘পক্ষান্তরে এখানে জামাতের যে প্রার্থী রয়েছেন তিনি আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত এজেন্টদেরকে, নেতৃবৃন্দকে অনুরোধ জানাচ্ছেন ২০০১ এবং ২০০৮ সালে এখানে নির্বাচনে বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট ও নির্বাচন পরিচালনা কমিমিটির প্রধান ছিলাম।

    এখানে যদি বিএনপির কোন প্রার্থী না থাকে তাহলে গণঅধিকারের চেয়ে আমার অধিকার বেশি।’ তিনি আরও বলেন, ‘কোন জামায়াতে ইসলামী নয়, গণঅধিকার নয়, ইসলামী আন্দোলন নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীই এ আসনে নির্বাচন করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ আসনে জোটের প্রার্থী এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। ইতিমধ্যে দলের ভিতরে টাকা দিয়ে মনোনয়ন কেনার পায়তারা চালাচ্ছে। নির্বচনী প্রচারণায় দেখছি একটি গ্রুপ সামনে বিএনপি, পিছনে কিন্তু গণঅধিকার। আমাদের সাবধান থাকতে হবে।

    এখানে কোন ভাড়াটিয়া আমরা মেনে নেবনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নের বিষয়ে আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করবো।’ আমখোলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. শাহ আলম (মাস্টার) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোলায়মান মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার হাওলাদার।

    জনসভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, মো. হাবিবুর রহমান হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, আসাদুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুর রহমান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আলী জিন্নাহ প্রমুখ।

    এছাড়াও বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার সাধারণ মানুষ এ জনসভায় উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    “বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে” — আমিনুল হক

    বাংলাদেশের ক্রিকেট আজ যে বিশ্ব অঙ্গনে অবস্থান করছে, তার পেছনে মরহুম আরাফাত রহমান কোকোর ভূমিকা ছিল অবিস্মরণীয় — এমন...