More

    গৌরনদীতে দুই দোকানে দূধূর্ষ চুরি

    অবশ্যই পরুন

    গৌরনদী প্রতিনিধিবরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড ও পশ্চিম বেজহার এলাকায় সোমবার গভীর রাতে দুইটি মুদি দোকানে দূধূর্ষ চুরি সংঘঠিত হয়েছে। খবরপেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা।
    টরকী বাসষ্ট্যান্ডের জননী এন্টারপ্রাইজের সত্বাধিকারী ও পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার জানান, দোকানের সিসিটিভি ফুটেজ অনুযায়ী রোববার দিবাগত রাত ২.১৫ মিনিটের সময় তার (আল আমিন) টরকী বাসষ্ট্যান্ডস্থ মুদি দোকানের ফিছনের চালার টিন কেটে নগদ ৩৫ হাজার টাকা ও বিভিন্ন ব্রান্ডের দামি সিগারেটসহ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল চুরি করে অজ্ঞাত চোরেরা। একইদিন রাতে পশ্চিম বেজহার এলাকার পৌর সীমানা সংলগ্ন জাহাঙ্গীর চোকদারের মুদি দোকানের তালা ভেঙ্গে লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    হিজলায় বালু উত্তোলনকারী অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট

    বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন বিনষ্ট করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নৌপুলিশ। জানা যায় উপজেলার...