বিষমুক্ত ফসল উৎপাদনের জন্য নতুন নতুন বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করছে কৃষি বিভাগ। এরই ধারাবাহিকতায় চলতি রোপা আমন মৌসুমে বরিশালের গৌরনদী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ফসলের জমিতে ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি নির্ণয়ে গতকাল সন্ধ্যায় আলোর ফাঁদ প্রযুক্তি ব্যবহারের উদ্ধোধন করা হয়েছে।
উদ্ধোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাওফিকুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রহমান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শারমিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সস্প্রসারন কর্মকর্তা শারমিন আক্তার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আলী আজগর মোল্লা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, সৈয়দা রুমানা আফরোজ, দীপংকর বাড়ৈসহ অন্যান্য কর্মকর্তা ও কৃষক, কৃষাণীবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
