More

    মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর রোগমুক্তি কামনায় গৌরনদীতে প্রার্থনা

    অবশ্যই পরুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় জেলার গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার বেলা বারটায় মন্দির কমিটির সভাপতি সন্তুুনি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রার্থনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রণব রঞ্জন দত্ত, বরিশাল মহানগর পূজা উদযাপণ কমিটির সভাপতি নারায়ন দে নারু, মন্দিরের ষ্ট্রাস্টি বোর্ডের সদস্য অমর রায়, শিশির কুমার কুন্ডু, মন্দির পূজা উদযাপণ কমিটির সহসভাপতি মণিষ চন্দ্র বিশ্বাস, শেখর বণিক, সাধারণ সম্পাদক অপু রায়, সহসম্পাদক বিপ্লব সরকার, সজল ঘোষ প্রমুখ। প্রার্থনায় মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় দোকান মহাজনকে হাতুড়ি দিয়ে গুরুতর জখম: আটক-৩

    অপরাধীদের দ্রুত শনাক্ত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি করেন ভুক্তভোগীরা। এর আগে সন্ত্রাসীরা চাঁদা চেয়ে প্রাণ নাশের হুমকি...