More

    আগৈলঝাড়ায় গাঁজাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় বাশাইল গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

    থানার নবাগত অফিসার ইন চার্জ মো. গোলাম সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামে অভিযান চালিয়ে বিনোদ বৈদ্যর ছেলে ভ্রাম্যমাণ মাদক বিক্রেতা বিনয় বৈদ্য (২২)কে গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।

    গ্রেফতারকৃত ভ্রাম্যমাণ বিক্রেতা বিনোদের স্বীকারোক্তি অনুযায়ী ওসি (তদন্ত) মাজহারুল ইসলামের নেতৃত্বে পরে ওই গ্রামে অভিযান চালিয়ে বিনোদের কাছে পাইকারী গাঁজা বিক্রেতা দুলাল মোল্লার ছেলে আল আমিন মোল্লা (২৪)কে গ্রেফতার করা হয়।

    বিনোদ ও আল আমিন থানায় পুলিশী জিজ্ঞাসাবাদে জানান, মাদকের বড় ব্যবসায়ী একই গ্রামের চিত্ত রঞ্জন মুন্সির ছেলে শ্যামল চন্দ্র মুন্সি (৩৫)। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে শ্যামল মুন্সিকেও গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতেই এসআই সুশান্ত কুমার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন, নং-৬ (১৫.১০.২০)।

    ওসি মো. গোলাম সরোয়ার জানান, কোন মাদক বিক্রেতা গ্রেফতার হলে তার কাছে কে-কে মাদক বিক্রি করছে, গ্রেফতারকৃতর স্বীকারোক্তি অনুযায়ি ওই পাইকারী বিক্রেতাকেও গ্রেফতার করা হবে। কোন অবস্থায় মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেয়া হবে না।
    গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ‎চরফ্যাশনে নারীর জীবন ঝুঁকিতে, মামলা দায়ের ‎

    চরফ্যাশন প্রতিবেদক:  ‎ভোলার চরফ্যাশনে ৪০ বছর বয়সী এক নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আমিন মিয়া নামে...