বরিশালের আগৈলঝাড়ায় প্রেমে ব্যর্থ হয়ে এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিন শিহিপাশা গ্রামের বাদশা হাওলাদারের মেয়ে ৯ম শ্রেনীর ছাত্রী তানজিলা আক্তার(১৪)’র সাথে পাশ্ববর্তী উজিরপুর উপজেলার এক ছেলের সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। এঘটনা ওই ছাত্রীর পরিবার জানতে পেরে তানজিলাকে গালমন্দ করে। গালমন্দ করায় ওই ছাত্রী গত ৭অক্টোবর বিকেলে বিষপান করে। মুমুর্ষ অবস্থায় তাকে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ৫দিন চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গত ১২অক্টোবর তানজিলাকে বরিশাল থেকে ঢাকায় প্রেরন করা হয়। ঢাকায় চিকিৎসা শেষে মুমুর্ষ অবস্থায় বুধবার সন্ধ্যার পর তাকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় বুধবার রাতে ওই স্কুল ছাত্রী তানজিলাকে মৃত ঘোষনা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আলামিন হোসেন। তার মৃত্যুর পর পুলিশকে না জানিয়ে লাশ নিয়ে বাড়িতে গেলে এসআই মনিরুজ্জামান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল মর্গে প্রেরন করেছে।