হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার।
শারদীয় দূর্গাপূজা শুরুতেই করোনাযোদ্ধা কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার তার গ্রামের বাড়ি উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুলে স্ব-পরিবারে আসেন। বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন। মহা অষ্টমীতে গতকাল শনিবার দুপুরে তার নিজ বাড়িতে প্রতিভোজের আয়োজন করেন। প্রতিভোজে গৌরনদী ও আগৈলঝাড়ার উপজেলার দলীয় নেতা-কর্মী ও হিন্দু নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। এ সময় আগত অতিথিদের সাথে তিনি কুশল বিনিময় করেন।