বরিশালের আগৈলঝাড়ায় প্রশাসনের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী দুই মাদকসম্রাটকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের রফিজ উদ্দিন ফকিরের দুই ছেলে চিহ্নিত মাদকসম্রাট জাকির ফকির ও ছালাম ফকিরকে রোববার রাতে ৫৩পিচ ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করে। এছাড়াও তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে এসআই জসীম উদ্দিন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। গতকাল সোমবার সকালে তাদের বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।