বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন বিসিক রোড এলাকার বাবুল ভিলার ভাড়াটিয়া সুলতান সরদারের নেতৃত্ব তার পরিবার ও ও আত্বীয়-স্বজনরা বাড়িক মালিক রব হাওলাদারের ঘড় সহ খাস জমি অবৈধভাবে দখল করার চেষ্টার কাজে বাধা প্রদান করা হলে দখলদার সুলতান সরদার,তারে ছেলেমোঃ আরিফ হোসেন সহ তাদের সহযোগী দাঙ্গবাজ সদস্যরা রব হওলাদারের স্ত্রী ও মেয়েকে শ্লীলতাহানী করা সহ লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
এসময় তাদের ডাক-চিৎকারে উক্ত এলাকার আশপাশের লোকজন এগিয়ে আসলে দখলদার হামলাকারীরা এলাকাবাশীদেরে দেখিয়ে দেয়া সহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও গালিগালাজ করে এলাকা ত্যাগ করে।
এসময় স্থানীয়রা আহত রব হাওলাদারের স্ত্রীকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে পরবর্তী সময়ে কাউনিয়ার এস আই কবির ঘটনাস্থল পরিদর্শন করে এবং এবং এ ব্যাপারে হামলাকারীদের বিরুদ্ধে রব হাওলাদারের ছেলে মোঃ রাসেল আহমেদ রাজু বাদী হয়ে সুলতান সরদার ও তার ছেলে আরিফ হোসেন সহ ৮জনের বিরুদ্ধে রাতেই একটি অভিযোগ দায়ের করেছেন।
কাউনিয়া থানায় দায়ের করা সেই অভিযোগ আজ রোববার দুপুরে অভিযোগ হিসাবে গ্রহন করেন।
জানা গেছে দীর্ঘদিন যাবত সুলতান সরদার ও তারপরিবার রব হাওলাদারের বাবুল ভিলায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করছিলেন।
অন্যদিকে রব হাওলাদারের স্ত্রী ও রাজুর মার নামে লিজ নেয়া জমি ভাড়াটিয়া সুলতান সরদার গোপনে জাল-জালিয়াতী কাগজ তৈরী করে নিজেই মালিক দাবীদার হয়ে দিনে-দুপুরে দলবল নিয়ে ঘড় সহ জমি দখল নেয়ার চেষ্টা করে।
এব্যাপারে রব হাওলাদারে জামাতা বেসরকারী টিভি চ্যানেল আর টিভি’র ক্যামেরা পার্সন লিটন জানান,হামলাকারীদের জোড় পূর্বক ঘড় দখল করে রাখা সহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চলছেন।