More

    বিকেলেই বন্ধ জগন্নাথ হলের মণ্ডপ, রাতে গিয়ে ক্ষোভ দর্শনার্থীদের

    অবশ্যই পরুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে অনুষ্ঠিত সরস্বতী পূজার মণ্ডপ বিকেল ৪টায় বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু তা না জানায় বিকেল ৪টার পর থেকে রাত ৯টা পর্যন্ত অনেক দর্শনার্থী ও ভক্তদের ফিরে যেতে হয়েছে। হঠাৎ করে পূজামণ্ডপ বন্ধ করে দেয়ায় ক্ষোভ প্রকাশ করছেন দর্শনার্থী-ভক্তরা।

    খোঁজ নিয়ে জানা যায়, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব সরস্বতী পূজায় ঢাবির জগন্নাথ হলে প্রতিবছর ৫০টির অধিক মণ্ডপে পূজা হয়ে থাকে। জগন্নাথ হলের পূজা দেখতে দর্শনার্থীদের ঢল নামে এখানে। কিন্তু এবার মাত্র একটি মণ্ডপে হয়েছে পূজা। তারপরও সেই পূজা দেখতে সকাল থেকেই দর্শনার্থীদের আনাগোনা ছিল। কিন্তু বিকেল ৪টায় হঠাৎ মণ্ডপ বন্ধ করে দিলেও তা না জানা থাকায় দর্শনার্থীদের অনেকে আসতে থাকেন। রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের সেখানে আসতে দেখা যায়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার পর পূজা না দেখতে পেয়ে ক্ষোভ দেখা যায় দর্শনার্থীদের মাঝে।

    রাত ৯টা পর্যন্ত সেখানে অবস্থান করে দেখা যায়, পরিবার-পরিজন নিয়ে পূজা দেখতে আসছেন দর্শনার্থীরা। তারা কাকুতিমিনতি করেও হলের ভেতরে প্রবেশ করতে পারছেন না। অনেকেই আসছেন, কিছুক্ষণ অপেক্ষা করছেন, প্রবেশ করতে না পেরে চলে যাচ্ছেন।

     

    অয়ন শিকদার নামে এক দর্শনার্থী জাগো নিউজকে বলেন, ‘পূজা দেখার জন্য এসেছি। এসে দেখি জগন্নাথ হলের গেট বন্ধ। অনেক রিকোয়েস্ট করলাম ভেতরে যাওয়ার জন্য। কিন্তু কোনো অবস্থাতে যেতে দিল না। আমার মতো অনেকেই এসে অনেকক্ষণ অপেক্ষা করেছে কিন্তু কাউকে প্রবেশ করতে দেয়নি।’

    জগন্নাথ হল প্রাধক্ষ্যের দফতর থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব হল বন্ধ রয়েছে। হলে ছাত্র না থাকায় এ বছর জগন্নাথ হলে সংক্ষিপ্ত আকারে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। পূজার আয়োজন ছিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। হলের নিরাপত্তার কথা ভেবে বিকেল ৪টার পর সব দর্শনার্থী ও ভক্তদের হলে প্রবেশ সম্পূর্ণ নিষেধ।’

    সেখানে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও নিরাপত্তা কর্মীরা জানান, প্রশাসন থেকে নির্দেশ আছে। তাই বিকেল ৪টার পর থেকে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    অনলাইন ডেস্ক: বিতরণ লাইন মেরামত ও ট্রান্সফরমারের জরুরি সংস্কারকাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার (১৩ সেপ্টেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ...