More

    শূন্যে ছুড়ে দিয়ে ধোসা বানাচ্ছেন মুম্বইয়ের দোকানি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

    অবশ্যই পরুন

    কেউ ধোসা কিনতে চাইলেই উড়ন্ত ভঙ্গিতে তা তৈরি করছেন । কখনও উপরের দিকে ছুড়ে দিচ্ছেন, অন্য একজন তা লুফে নিচ্ছেন দারুণ দক্ষতায় ।

    #মুম্বই: এ বিশ্বে কত ধরনের ঘটনাই না ঘটে প্রতিদিন । ১৩০ কোটির দেশে কত ধরনের মানুষ… তাঁদের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, জাতি আলাদা, শখ-স্বভাব-আচার-ব্যবহার সবই আলাদা । তাই এ দেশের গলিতে গলিতে লুকিয়ে রয়েছে হরেক কিসিমের যত কাণ্ড কারখানা । শুধু তাই নয়, দেশের সীমা ছাড়িয়ে বিদেশও এখন এসে পড়েছে হাতের মুঠোর মধ্যে । আর আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে সে সমস্ত খবর নিমেষে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে । নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে সে সব । কখনও ছবি, কখনও ভিডিও, কখনও অডিও । এই সমস্ত ভাইরাল খবরে বিতর্ক যেমন তৈরি হচ্ছে, তেমনই নিখাদ মজার ঘটনা আনন্দও দিচ্ছে মানুষকে । অনেক ভিডিও মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছে, উৎসাহ দিচ্ছে, অনুপ্রাণিত করছে ।

    এই ভিডিওতে দেখা গেল একেবারে অভিনব একটি জিনিস । আজব অঙ্গভঙ্গি করতে করতে ধোসা বিক্রি করছেন এক দোকানি । মুম্বই শহরের রাস্তার ধারে ধোসা তৈরির সমস্ত সরঞ্জাম নিয়ে বসে রয়েছেন ওই ব্যক্তি । কেউ ধোসা কিনতে চাইলেই উড়ন্ত ভঙ্গিতে তা তৈরি করছেন । কখনও উপরের দিকে ছুড়ে দিচ্ছেন, অন্য একজন তা লুফে নিচ্ছেন দারুণ দক্ষতায় । শেষে প্লেটে করে সকলের হাতে দিচ্ছেন সেই ধোসা ।

    গত সপ্তাহে এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করা হয় । তারপর থেকেই সেটি ভাইরাল । লাইকস, আর কমেন্টসের বন্যা বয়ে যাচ্ছে । কেউ কেউ বাহবা দিচ্ছেন, কেউ আবার সমালোচনাও করছেন । অনেকেই বলেছেন, এ ভাবে খাবার ছুড়ে দেওয়াটা মোটেও ভাল সংস্কৃতি নয় । এতে খাবার এবং ক্রেতা উভয়কেই অসম্মান করা হয় । তবে নেটিজেনরা যাই বলুন নাকেন, ধোসা বিক্রির এমন মজাদার কায়দা দেখে সাধারণ মানুষ বেশ মজাই পেয়েছেন ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...