More

    আমাদের ট্রল সমাজের উন্নয়নের নিমিত্তে!

    অবশ্যই পরুন

    স্বল্প শিক্ষিত ও অশিক্ষিত সম্প্রদায়ভুক্ত লোকজনের ট্রলের প্রেক্ষিতে আমরা অতি উচ্চ শিক্ষিতরা প্রায়ই কণ্ঠে দ্রোহের আগুন তুলে বলতে থাকি, ‘ইহা মোটেই ঠিক হইতাছে না, সমাজ ক্ষতিগ্রস্ত হইতেছে।’

    খানিক সময় অতিবাহিত হইবার পর সেই আমাদের অতি শিক্ষিত সমাজের কেউ কেউ, আবার বিষয় ভেদে ট্রল শুরু করেন এবং এসব করিয়া তিনি আত্মতৃপ্তির ঢেঁকুর তুলিয়া বলিতে থাকেন, ‘আমাদের ট্রল সমাজের উন্নয়নের নিমিত্তে!’

    কম জানা ব্যক্তিদিগকে নিয়া ঝামেলা নেই তাহা নয়, তবে সত্যি কথা বললে পরে, সুপিরিয়র কমপ্লিকেসিতে ভুগতে থাকা ব্যক্তিবর্গ নিয়ে ঝামেলা অত্যাধিক এবং সেখানে ভয়ও বেশি। বি.দ্র. : এখানে সাধু ও চলতির দূষণীয় মিশ্রণ ইচ্ছাকৃত ঘটানো হইয়াছে! শান্ত অথবা অশান্ত থাকা আপনার এখতিয়ার।

     

    (ফেসবুক থেকে সংগৃহীত)

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না অসুস্থ দিনমজুর নাছিরের

    অনলাইন ডেস্ক: এক সময় দিনমজুরের কাজ করে সংসার চালাতো নাছির খান। আর তার আয়ে চলতো ৫ সদস্যের সংসার। দীর্ঘ...