More

    বণিকবার্তার কর্মকর্তা হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

    অবশ্যই পরুন

    ২০১৫ সালে বণিকবার্তা পত্রিকার বিজ্ঞাপন বিভাগের সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম কাউসারকে হত্যার মামলায় আসামি এস এম ফয়সাল পেডিকে মৃত্যুদণ্ড ও অপর ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

    রবিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার  এ আদেশ দেন।

    যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন— রায়হান সারোয়ার, নাজমুল হাসান রাকিব ও ফাহিম হাসান।

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এসএম ফয়সাল পেডি পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময়  যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিনি আসামি আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণা শেষে  আসামিদের বিরুদ্ধে সাজার পরোয়ানা ইস্যু করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

    সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

    প্রসঙ্গত, ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর খিলক্ষেত থানায় নিহতের স্ত্রী রোকসানা পারভীন বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় বিভিন্ন সময়ে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    হাদির মাথায় গুলি পাওয়া যায়নি, বেরিয়ে গেছে তৎক্ষণাৎ: ঢামেক পরিচালক

    ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মাথার ভেতরে অস্ত্রোপচারে কোনো গুলি পাওয়া যায়নি...