More

    ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজির ৩ বছরের জেল

    অবশ্যই পরুন

    ঘুষ ও দুর্নীতির দায়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

    সোমবার প্যারিস আদালত ৬৬ বছরের সাবেক প্রেসিডেন্টকে এ সাজা দেয়।

    ফ্রান্সের ইতিহাস এই প্রথম কোনো প্রেসিডেন্ট এমন সাজা পেলেন। তবে আদালতের রায়ে দুই বছরের সাজা স্থগিত করা হয়েছে।  এবং এক বছর সারকোজিকে কারাগারের পরিবর্তে নিজ বাড়িতে সশ্রম সাজার অধীনে বৈদ্যুতিক ট্যাগিং দিয়ে নজরদারিতে রাখা হবে।

    সারকোজির পাশাপাশি একই কারণে দুর্নীতির দায়ে সাজা হয়েছে ম্যাজিস্ট্রেট ও তার আইনজীবীর। তাদেরকে বরখাস্তও করা হয়েছে চাকরি থেকে। ২০০৭ সালের নির্বাচনি প্রচারের জন্যই লিবিয়া থেকে অর্থ সাহায্য নেয়ার অভিযোগ উঠে সারকোজির বিরুদ্ধে।

    যদিও বিচার শুরুর পর থেকে বরাবরই তার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে এসেছেন সারকোজি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চুপিসারে জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না

    চারটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’ ও তার স্ত্রী...