More

    ‘নেতৃত্বে আস্থা নেই বলেই বিএনপির গণআন্দোলন গড়ে উঠছে না’

    অবশ্যই পরুন

    সরকার পতনের আন্দোলনকে সফল করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরে দায়িত্ব নেয়ার আহ্বান তৃণমূলের।

    বিএনপির বর্তমান নেতৃত্বে জনগণের আস্থা নেই বলেই তাদের আন্দোলন গড়ে তুলতে পারছেন না। তাই সরকার পতনের আন্দোলনে সফল হতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরে সামনে থেকে নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির তৃণমূলের নেতাদের কেউ কেউ। তারা বলছেন, যেকোনো আন্দোলনের জন্য তৃণমূল সবসময়ই প্রস্তুত। তবে, তার আগে দরকার দলের যোগ্য নেতৃত্ব ঠিক করা।

    স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের শীর্ষ নেতার পক্ষ থেকে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে সরকার বিরোধী আন্দোলনে প্রস্তুত হওয়ার। এই আহবান সাড়া ফেলেছে দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূলেও।

    তৃণমূলের নেতাদের মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাহাদুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘ইন্টারনেট নির্ভর রাজনীতিতে কে কই থেকে আন্দোলনের ডাক দেবেন আর সেই ডাকে সাড়া দিয়ে নেতাকর্মীরা জীবন উৎসর্গ করবেন! নেতারা এখনও বিশ্বাস অর্জন করতে পারেনি, তাদের পিছনে কে দাঁড়াবে আর কে সাড়া দেবে। আমরা চাই তারেক রহমান দেশে ফিরে আসুক।’ জেল-জরিমানা সহ্য করতে হলেও দেশের সর্বোচ্চ আসনটিও তার জন্য অপেক্ষ করছে বলেও মন্তব্য করেন রাহাদুল ইসলাম ভুঁইয়া।

    বগুড়ার গাবতলী পৌরসভার মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম জানান, বর্তমানে দলের সবাই ঐক্যবদ্ধ রয়েছে। এখন অপেক্ষে শুধু নির্দেশের। কেন্দ্র থেকে আন্দোলনের ডাক দিলে যেকোনো মুহূর্তে সরকারের পতন হবে।

    রাজপথে দুর্বার আন্দোলনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত নেতারা। এজন্য আর কালক্ষেপনে পক্ষপাতিও নন তারা।

    শরিয়তপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ আসলাম বলেন, ‘বিএনপি যদি কারও অপেক্ষায় বসে থাকে তাহলে বিএনপি কখনও লক্ষ্যে পৌঁছাতে পারবে না। বিএনপি নেতারা এগিয়ে আসলে জনগণও গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে আসবে।’

    গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, ‘আন্দোলনের জন্য তৃণমূলের নেতাকর্মীরা প্রস্তুত। তারেক রহমান যখন আন্দোলনের ঘোষণা করবেন তখন থেকেই আন্দোলন শুরু হবে।’

    রাজধানীর নেতারা বলছেন, অতীত আন্দোলনের ব্যর্থতার জন্য ঢাকার নেতাদের দায় রয়েছে। তাই রাজধানীসহ সারাদেশে সংগঠনকে শক্তিশালী করাও বিএনপির অঙ্গীকার হওয়া উচিত বলে মত তাদের।

    ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমানে অনেক নেতাকেই আমরা দলের প্রয়োজনে পাইনা তবে দলের সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুললে বিএনপি সফল হবে।’

    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি নবীউল্লাহ নবী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হ্যামিলনের বাঁশিওয়ালার মতো ফুঁ দেয়া মাত্রই আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...