More

    তুরস্কে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১১ সেনা কর্মকর্তা নিহত

    অবশ্যই পরুন

    তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১১ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।

    দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

    কর্তৃপক্ষ জানায়, কুগার হেলিকপ্টারটি তাতভান শহর থেকে বিনগল প্রদেশে যাওয়ার সময় কেকমেস গ্রামের কাছে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই নয়জন মারা যান। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।

    প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টিকে দুর্ঘটনা বলে উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানায় নি।

    তুর্কি প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। ন্যাটোর সদস্যদেশের এমন ক্ষতিতে শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র। প্রয়োজনে যেকোনও ধরনের সহায়তা করতে প্রস্তুত বলেও জানিয়েছে তারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চুপিসারে জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না

    চারটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’ ও তার স্ত্রী...