More

    মানবতার সেবায় রাইজ গৌরনদী ফাউন্ডেশন 

    অবশ্যই পরুন

    মানবতার সেবায় রাইজ গৌরনদী ফাউন্ডেশন
    গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড এর বাসীন্ধা  লেবুতলী গ্রামের বিউটি বেগমের  পায়ে পচন ধরায় দীর্ঘদিন যাবত বিনাচিকিৎসায় ভুগছিলেন পারিবারিক ভাবে অসচ্ছল এই মহিলার (বিউটি বেগম ৪০) পরিবারের একমাএ উপার্জনক্ষম ব্যাক্তি তার বৃদ্ধ সামী(হাসান হাওলাদার ৫০) জানান তাদের যা সম্বল ছিল সবকিছু চিকিৎসায় ব্যায় হয়ে গেছে এখন তারা নিরুপায় চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন,ডাক্তার বলছেন তার এক পা কেটে ফেলা লাগবে  এ খবর পেয়ে  মানবতার সেবক রাইজ গৌরনদী  ফাউন্ডেশন প্রাথমিক চিকিৎসার জন্য অসচ্ছল পরিবারের  পাশে এসে দাড়িয়েছে নগদ দশ হাজার টাকা প্রদান করে রাইজ গৌরনদী  ফাউন্ডেশন,এ সময় উপস্থিত ছিলেন রাইজ গৌরনদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শরীফ মশিউর রহমান,জিএম রুবেল,সাগর,জাফর,শাওন হাং,রাসেদ খন্দকার,সাকিব খন্দকার,
    শান্ত, রনি হাওলাদার,তরুণ হাওলাদার প্রমুখ,রাইজ গৌরনদী ফাউন্ডেশনের মাধ্যমে যাদি কোন ফাউন্ডেশন অথবা কোনা দাত্বাসংস্থা,অথবা কোন ব্যাক্তি এই দুস্থ মহিলার পাশে এসে দারান তাহলে এই মহিলা চিকিৎসা নিয়ে বাচতে পারবেন,যোগাযোগে ০১৭১১৯৯৩১৪৬

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...