ব্যাপক আয়োজনের কয়েকশত বছরের পুরনো বরিশালের গৌরনদী পৌরসভার লাখেরাজ কসবায় হযরত মল্লিক দূত কুমার পীরের মাজারে তিন দিনব্যাপী বাৎসরিক ওরশ ও মেলা রোববার সকালে সমাপ্ত হয়েছে ।
ওরশ উপলক্ষে বিভিন্ন প্র্রান্ত থেকে হাজার হাজার নারী ও পুরুষ ভক্তদের সমাগম হয়। ওরশের স্থান পরিদর্শন ও আগত ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এ ছাড়া শনিবার রাতে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান, পৌর কাউন্সিলর আল আমীন হাওলাদারসহ অন্যান্যরা পরিদর্শন করেন।