More

    গৌরনদীতে সরকারী হাসপাতালে ঔষধ পাচারের তদন্ত কমিটির কাছে সংবাদকর্মীদের সাক্ষ্য প্রদান

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতের আধারে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ঔষধ পোড়ানো ও পাচারের চিত্র ধারন এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের অবরুদ্ধ করে রাখার ঘটনায় গঠিত পৃথক ২টি তদন্ত কমিটির নিকট স্থানীয় সংবাদকর্মীরা সাক্ষ্য প্রদানসহ ধারনকৃত ভিডিও, ছবি সরবরাহ করেছেন।

    উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে সকালে উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির আহবায়ক উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মাসুম বিল্লাহ, সদস্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফয়সাল জামিল ও গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান এবং দুপুরে বিভাগীয় তদন্ত কমিটির সদস্য ডেপুটি সিভিল সার্জন ডাঃ মাহামুদুল হাসানের নিকট পৃথক ভাবে সংবাদকর্মীরা লিখিত ভাবে সাক্ষ্য প্রদান করেন। এ সময় মাইটিভি’র ও দৈনিক বাংলাদেশ বুলেটিন এর গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, দৈনিক জনকন্ঠের বরিশালের ষ্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, আনন্দ টিভি’র ব্যুরো প্রধান কাজী আল আমীন, চ্যানেল এস এর ক্যামেরাপারর্সন হাসান মাহমুদের সাথে তদন্ত কমিটি ৬ মার্চ রাতের ঘটনার বর্ননা শুনেন।
    প্রসঙ্গ গত ৬ মার্চ রাতে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমান ঔষধ পাচারের খবর পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে একাধিক বস্তাভর্তি ঔষধ পাচারের ভিডিও ও ছবি তোলায় সময় অবরুব্ধ করে রাখে পরবর্তীতে বিষয়টি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিকদের জিম্মিদশা থেকে মুক্ত করেন এবং বেশকিছু ঔষধ জব্দ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...