পটুয়াখালীর বাউফল উপজেলায় আগামী ১১ এপ্রিল হবে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনে একটি ভোট কেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে বাউফলের কনকদিয়া ইউনিয়নের নুরাইনপাশা গ্রামের জনগণ। আজ শনিবার বেলা ১১টায় কনকদিয়া ইউনিয়নের উত্তর নুরাইনপাশা ৪৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানবন্ধনে শত শত লোক অংশ গ্রহণ করে।
কনকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সারোয়ার জাহাঙ্গীর এবং একই ইউনিয়ন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মিজানুর রহমান হিরণের নের্তৃত্বে পাঁচশতাধিক ভোটার ওই ভোট কেন্দ্রের সামনে মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা ভোট কেন্দ্র যথাস্থানে পুনর্বহল রাখার দাবি জানান। ভোট কেন্দ্রটি বহাল না করলে ১১ এপ্রিল নির্বাচন বর্জনেরও হুশিয়ারি দেয় এলাকার জনগণ। স্বাধীনতার পর থেকে শুরু করে এ গ্রামের মানুষ নুরাইনপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আসছে। এলাকাটিতে প্রায় ২হাজার ২শত ভোটার রয়েছে। কিন্তু সম্প্রতি ওই ভোট কেন্দ্রটি বাতিল করে প্রায় ১কিলোমিটার দুরে কুম্ভখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়। এতে ক্ষিপ্ত হন এলাকাবাসী।
উল্লেখ্য ১৬ মার্চ কনকদিয়া বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভোট কেন্দ্র পুনর্বহাল করার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবরে একটি লিখিত আবেদন করেন।
বাউফল উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সেলিম রেজা বলেন, ৪৮ নং নুরাইনপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি তিন রুম বিশিষ্ট। বিদ্যালয়টি একটি জনবসতিহীন এলাকার পুকুর পাড়ে অবস্থিত। যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা থাকায় জেলা নির্বাচন কর্মকর্তা ওই ভোট কেন্দ্রটি অন্যত্র স্থানান্তর করেছেন।’