কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ফিসনেট প্রকল্পের উদ্যোগে উপজেলা প্রশাসনের সাথে মাল্টি স্টেকহোল্ডার মৎস্যজীবী প্লাটফর্মের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় সোমবার সকাল সাড়ে ১১ টায় কলাপাড়া উপজেলা প্রশাসন সভা কক্ষে উন্নয়ন সংস্থা উত্তরণ এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম। ফিসনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার আবু এমরানের সঞ্চালনায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন প্রকল্পের এডভোকেসি অফিসার মিজানুর রহমান। ফিসনেট প্রকল্পের অধীনে কলাপাড়ার বিভিন্ন প্রকল্পের করনীয় বিষয় বক্তব্য রাখেন বিশেষ অতিথি সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ জ্জামান, সমবায় কর্মকর্তা আব্বাস আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী ইমরান হোসেন রাব্বি প্রমুখ।
পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, অবৈধ ও ঝুঁকিপূর্ণ মাছ শিকার বন্ধে জেলেদের উদ্ধুদ্ধকরণ, সামাজিক সুরক্ষায় সহযোগিতাসহ কলাপাড়ায় দরিদ্র পরিবারের সুরক্ষায় এ প্রকল্প কাজ করছে। যা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন সভায় উপস্থিত সদস্যরা।
এছাড়া কুয়াকাটায় সমুদ্রের বুকে জেগে ওঠা চরবিজয়কে অভয়াশ্রম কার্যক্রম করার ব্যাপারে জন্য সরকারের সহযোগিতা কামনা হয়। সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেনী পেশার মৎস্যজীবী নেটওয়ার্ক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
