বরিশাল জেলার উজিরপুর উপজেলার বরিশাল ক্রাইম ট্রেস’সহ একাধিক পত্রিকার সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম তালহা’কে মুঠো ফোনে প্রাণনাশের হুমকি দেয়,
জল্লা ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু হত্যা মামলার আসামি ও মাদক ( জিআর ২৬৩/১৯) মামলার ওর্য়ারেন্ট ভুক্ত আসামি মৃত. মোশারফ খানের ছেলে মঞ্জু খান।
গত ২৮ মার্চ উপজেলার মশাং বাজারের পূর্বপাড় সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল’কে মারধর করার উদ্দেশ্য ধাওয়ার দেওয়ার নিউজ প্রকাশ করলে,

গত ৩০ মার্চ সাংবাদিক জাহিদ’র মুঠো ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এব্যাপারে সাংবাদিক জাহিদ জানান, ‘আমি এব্যাপারে শঙ্কিত হয়ে বরিশাল ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহে আলম ‘এর সাথে শেয়ার করলে তিনি আমাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিলে আমি উজিরপুর মডেল থানায় গত ৩১ মার্চ জিডি করি।
জিডি নংঃ-১৩১৮।’ তিনি আরো জানান যে কোন সময় ক্ষতি করার চেষ্টা হতে পারে, বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় আছেন।
এব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান বলেন, জিডি’কে আমলে নিয়ে অবশ্যই এব্যপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।