More

    করোনা পরিস্থিতি অবনতি, ফের কুয়াকাটা পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

    অবশ্যই পরুন

    করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় পর্যটন কেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটা আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে। ১ এপ্রিল থেকে ১৫ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন। এ বিষয়ে মাইকিং করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ।

    মহিপুর থানা পুলিশ জানিয়েছে, সারাদেশে করোনা পরিস্থিতি অবনতি ঘটায় কুয়াকাটা পর্যটন কেন্দ্র আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পুনরায় বন্ধ রাখা হবে। বুধবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা পুলিশ ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে মাইকিংসহ পর্যটন ব্যবসায়ীদের নিয়ে সভা করে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

    বুধবার রাত সাড়ে ৮ টায় এক জরুরি সভায় আবাসিক হোটেল-মোটেল, রিসোর্টসহ পর্যটকদের গমনাগমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ নিষেধাজ্ঞা ১ এপ্রিল থেকে কার্যকরের ঘোষণা দিয়ে বলা হয়েছে- আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

    এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ সিনিয়র এএসপি সোহরাব হোসেন বলেন, সারা দেশের মতো ১ এপ্রিল হতে আগামী ১৫ দিনের জন্য পর্যটন কেন্দ্র কুয়াকাটার সব আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্টগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...