More

    বাউফলে গণধর্ষণের শিকার ৩ সন্তানের মা

    অবশ্যই পরুন

    তিন সন্তানের মাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি নির্জন বিলের মধ্যে এ ঘটনা ঘটেছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই মহিলা ইউপি সদস্য নিলুফা বেগমের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এমন সময় পথে ৩ লম্পট ওই নারীর মুখ চেপে ধরে নির্জন এক বিলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ধর্ষণের শিকার ওই নারীকে বিলের মধ্যেই রেখে পালিয়ে যায় ধর্ষকরা।

    আজ শুক্রবার সকালে ধর্ষণের শিকার ওই নারীকে থানায় নিয়ে যান ইউপি সদস্য দুলাল সিকদার ও নিলুফা বেগম।

    ওই ইউপির ৩ নং ওয়ার্ডের মেম্বার দুলাল সিকদার বলেন, আমরা ভিকটিমকে নিয়ে থানায় এসেছি।

    এ ব্যাপারে জানতে চাওয়া হলে চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাচ মোল্লা বলেন, ধর্ষণের শিকার ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। এছাড়াও আইনানুগ সহায়তার জন্য থানায় যেতে বলেছি।

    এ ব্যাপারে বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, ধর্ষণের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...