More

    পটুয়াখালীতে কিশোরীকে অপরহণের ৭ ঘন্টা পর উদ্ধার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় অপহরণের সাত ঘন্টা পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৯০৬৯৫) জব্দ করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কিশোরীর পিতা বাদী হয়ে মহিপুর ছাত্রদলের দপ্তর সম্পাদক জুয়েল মুসুল্লীকে প্রধান আসামী করে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ জনের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

    পুলিশ ও মামালা সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় পাশর্^বর্তী তালতলী উপজেলার বগী ইউনিয়নের ওই কিশোরী মোটরসাইকেলযোগে তার খালুর বাড়ি থেকে কুয়াকাটার উদ্দেশে রওয়ানা দেয়। রাত আটাটার দিকে সে তুলাতলী এলাকায় পৌছলে একটি প্রাইভেটকারে থাকা ৬ যুবক তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাকে জোর করে তাদের প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আলীপুরের বিল থেকে ওই কিশোরীকে উদ্ধার করে।

    মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চরফ্যাশনে বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়নের গণসংবর্ধনা

    জে এইচ রাজু স্টাফ রিপোর্টার : ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক...