More

    চরফ্যাশনে ১০লাখ টাকা যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন

    অবশ্যই পরুন

    ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ১নং ওয়ার্ডে ১০লাখ টাকা যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন করেছে পাষন্ড স্বামীসহ শশুর বাড়ীর লোকজন। তাকে মুমূর্ষ অবস্থায় চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চরফ্যাশন থানায় একটি অভিযোগ দালিখ করা হয়েছে।

    অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবগত রাত ১টার সময় স্বামী কবির হোসেন, দেবর নোমান ও শাশুরী একাত্রিত হয়ে কুপিয়ে সমস্ত শরীর ক্ষত বিক্ষত করে ফেলে। তার ডাকচিৎকারে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়।

    আহতের পিতা কাজল ছাপলাদার জানান, আড়াই মাস পূর্বে বিয়ে হয়। বিয়ের সময় ৫ লাখ টাকা যৌতুক হিসাবে দেয়া ড্রাইবিং লাইসেন্সসহ বিভিন্ন কাজের অযুহতে। চলতি মাসে মটর বাস ক্রয়ের জন্যে জামাতা কবির হোসেন ১০ লাখ টাকা যৌতুক দাবী করেন। এই টাকা দিতে অস্বীকৃতি জানালে আয়েশা বেগমকে তার স্বামী, দেবর ও শাশুরী এলোপাতারি কুপিয়ে আহত করেছে। এই ব্যপারে চরফ্যাশন থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

    পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন বলে আহতের পিতা জানিয়েছেন।

    উল্লেখ্য, চরফ্যাশন উপজেলার আসলামপুর ১নং ওয়ার্ডের দুদুমিয়ার পোলের কাছে রফিকুল ইসলামের ছেলে কবির হোসেনের সাথে দৌলতখাঁন উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাজল ছাপলাদারের কন্যার সাথে ১লাখ ৮০হাজার টাকা দেনমহলে ইসলামী শরিয়ামোতাবেক বিয়ে সম্পন্ন হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...