More

    চরফ্যাশনে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘন্টায় হাসপাতালে শতাধিক রোগী

    অবশ্যই পরুন

    ভোলার চরফ্যাশন উপজেলায় ডায়রিয়ার প্রকোপ ব্যপক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় শতাধিক ডায়রিয়ার রোগি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার চরফ্যাশন স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক ৮৫জন ডায়রিয়ার রোগি ভর্তির তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়াও চরফ্যাশন বে-সরকারি হাসপাতালে প্রায় ২০জন ভর্তি রয়েছে বলে জানা গেছে।

    জানা যায়, শুক্রবার রাত থেকে চরফ্যাশন হাসপাতালে ডায়রিয়া রোগি ভর্তি হতে থাকে। এক এক রোগিকে প্রায় ৮/৯হাজার স্যালাইন দিতে হচ্ছে।

    উপজেলার আহম্মদপুরের ফরিদবাদ গ্রাম থেকে আসা আবদুল কুদ্দুস বলেন, তার বিবাহিত মেয়ে জান্নাত বেগমকে শুক্রবার রাত ৩টায় ভর্তি করা হয় হাসপাতালে তাকে ৮হাজার স্যালাইন ফুশ করতে হয়েছে। হাসপাতালে বারেন্দায় রোগি নিয়ে শুয়ে আছেন রোগি। কোন সীট পায়নি। এখনও পাতলা পায়খানা বন্ধ হয়নি।

    পৌর সভা ২নং ওয়ার্ডের জাসিম উদ্দিন বলেন, তার ৪ বছরের বাচ্চাকে শনিবারে সকাল ১২টায় ভর্তি করা হয়েছে। স্যালাইন চলছে।

    চরফ্যাশন স্বাস্থ্য কর্মকর্তা শোভন বসাক বলেন, অতীতের তুলানায় অনেক ডায়রিয়ার রোগি দেখা দিচ্ছে। হাপাতালে কোন সীট খালি নেই। একদিকে করোনা বৃদ্ধ অন্যদিকে ডায়রিয়ার রোগির পার্দূর্ভাব। হাসপাতালে স্যালাইন রয়েছে। সিকিৎসা সেবার কোন ত্রুটি নেই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে নিয়ম না মেনে ভাড়া বাড়িতে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

    বরিশালে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। নেই স্থায়ী ক্যাম্পাস, ভাড়া বাড়িতে চলছে সকল কার্যক্রম। এরইমধ্যে একটি বেসরকারি...