More

    বরিশালে করোনায় রেকর্ড শনাক্ত

    অবশ্যই পরুন

    বরিশালে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২০৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

    রোববার (১৮ এপ্রিল) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পরিচালকের কার্যালয় ও বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

    বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, নতুন করে ২০৮ জন শনাক্তের মধ্য দিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৩৩৭ জন এবং মারা গেছেন ২৪২ জন। এ সময় সুস্থ হয়েছেন ১১ হাজার ২৮ জন। এর মধ্যে নতুন করে বরিশাল জেলায় করোনা শনাক্ত হয়েছে ১০০ জনের আর জেলায় মোট শনাক্ত দাঁড়িয়েছে ৬ হাজার ৭৪ জন। পটুয়াখালীতে নতুন ২৮ জন নিয়ে মোট ১ হাজার ৯৯৯ জন, ভোলায় নতুন শনাক্ত ২৩ জন নিয়ে মোট ১ হাজার ৫২১ জন, পিরোজপুরে নতুন শনাক্ত ২১ জন নিয়ে মোট ১ হাজার ৪৬৫ জন, বরগুনায় নতুন শনাক্ত ৭ জন নিয়ে মোট ১ হাজার ১৬২ জন এবং ঝালকাঠিতে নতুন ২৯ জন নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ১ হাজার ১১৬ জন।

    বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, মারা যাওয়া তিনজনের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার রূপাতলীর ৫৫ বছর বয়সী এক নারী, নবগ্রাম রোডের ৭০ বছর বয়সী একজন পুরুষ এবং উজিরপুরের ৪৮ বছর বয়সী এক পুরুষ রয়েছেন।

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের তথ্য সংরক্ষক জে.খান স্বপন জানান, ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ১৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ১২৫ জন রোগী এই ওয়ার্ডে ভর্তি আছেন। যার মধ্যে ৩৪ জন করোনা পজিটিভ।

    প্রসঙ্গত, এর আগে ২৪ ঘণ্টায় (শনিবার) বিভাগের ছয় জেলা মিলে মোট ৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আওয়ামী লীগের বিচার না হলে স্থায়ী সমাধান নয় : নাহিদ ইসলাম

    আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ করলেই হবে না, দল হিসেবে বিচারের মুখোমুখি করতে হবে- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি...