More

    বরিশালে রোজা রাখছেন ৬ বছরের শিশু নাফিস

    অবশ্যই পরুন

    নাম তাওছিফ ইসলাম নাফিস। বয়স মাত্র ৬ বছর। বরিশাল নগরীর ১৫ নম্বর ওয়ার্ড আমির কুটির একটি মাদরাসায় হাফিজিয়ায় পড়াশোনা করছেন। এবারই প্রথম রোজা রাখতে শুরু করেছে এবং রমজানের শুরু থেকেই সবকটি রোজা রেখে আসছেন এই শিশু।

    বৃহস্পতিবার পর্যন্ত তার রোজা হয়েছে ৯ টি। বাকি রোজাগুলোও রাখবে বলে জানিয়েছে সে। রোজা, তারাবি এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ইতিমধ্যে নাফিস এলাকায় বিস্ময় শিশু হিসেবে পরিচিতি পেয়েছে।

    তার বাসা একই ওয়ার্ডের সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রাবাসের বিপরীতে কাল্টু মিয়ার বাড়ি। পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত মোঃ মোজাম্মেল হোসেনের ছেলে।

    নাফিস জানায়, রোজা এবং তারাবি নামাজ আদায় করে তার দারুণ ভালো লাগছে। এ যাবত সব রোজা রাখতে পেরে সে খুব খুশি। কিছুটা কষ্ট হয়েছে। ক্ষুধা লেগেছে। তবু পবিত্র মাহে রমজান দারুণভাবে উপভোগ করছে। ওর কাছে সাহরি ও ইফতার খাওয়া অনেক আনন্দের বিষয়। ৩০ রোজার পর ঈদ শেষে আরো ৬টি রোজাও রাখবে বলে জানিয়েছে নাফিস। এবং সে বড় হয়ে মাওলানা হওয়ার ইচ্ছা পোষণ করেছেন।

    এজন্য সবার কাছে দোয়া প্রার্থনা কামনা করেছেন তাওছিফ ইসলাম নাফিস।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাউফলে ইন্টারনেট ঠিক করার কথা বলে ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের অভিযোগ

    পটুয়াখালীর বাউফলে মোবাইলে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ ঠিক করে দেওয়ার কথা বলে ঘরে ঢুকে জোরপর্বূক এক তরুণীকে (১৬) ধর্ষণের অভিযোগ...