More

    বরিশালে র‌্যাবের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

    অবশ্যই পরুন

    বরিশাল জেলার গৌরনদী উপজেলা বন্দর বাজারের কাজী মার্কেটের সামনে বসে মাদক বেচা-কেনা করাকালীন সময়ে বরিশাল র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

    এসময় তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা শরিয়রতপুর জেলার পালং থানার গুড়িপাড়ার মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ নাঈমুর রহমান (২৪) ও মাদারীপুর জেলার কালকিনি থানার উত্তর চর আইরকান্দি গ্রামের মৃত্যু আলমগীর সরদারের ছেলে মোঃ রফিকুল ইসলাম রাব্বি (২৪)।

    এসময় স্থানীয় জন সাধারণের সামনে তল্লাশী করে আটককৃতদের কাছ থেকে ১৯০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ইয়াবা বিক্রির নগদ ২ হাজার ২শত টাকা সহ একটি মোটরসাইকেল উদ্ধার করেন।

    বরিশাল র‌্যাব কার্যালয় থেকে আজ সোমবার (৩ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার রাতে জেলার গৌরনদী উপজেলার টরকি বন্দরের কাজী মার্কেটের সামনে মাদক বেচা কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযানিক দলটি ঘটনাস্থলে ছুটে যায়।

    এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ঘেড়াও করে দুই মাদক ব্যবসায়ী যুবককে আটক করেন।

    এব্যাপারে র‌্যাবের ডিএডি মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে গৌরনদী থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ‎চরফ্যাশনে নারীর জীবন ঝুঁকিতে, মামলা দায়ের ‎

    চরফ্যাশন প্রতিবেদক:  ‎ভোলার চরফ্যাশনে ৪০ বছর বয়সী এক নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আমিন মিয়া নামে...