More

    বরিশালে মাদক বিরোধী সংগঠন দি নিউ লাইফের পক্ষ থেকে দুঃস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী প্রদান

    অবশ্যই পরুন

    বরিশালে মাদক বিরোধী সংগঠন দি নিউ লাইফের আয়োজনে অর্ধশতাধিক দরিদ্র, অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    আজ বুধবার (১২ই মে) বিকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ সকল ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন- দি নিউ লাইফের ব্যবস্থপনা পরিচালক গোলাম মর্তুজা জুয়েল, পরিচালক (প্রশাসন) ইয়াসির আরাফাত বাদশা, প্রোগ্রাম অফিসার মোঃ রাকিব খান।

    আরো উপস্থিত ছিলেন দি নিউ লাইফের স্টাফ সুজয় দাস, জাহিদ আকন সহ অনন্য সদস্য।

    এসময় নগরীর বিভিন্ন স্থানে বসবাস করা অসহায়, অস্বচ্ছল ও দুঃস্থদের মাঝে চাল, সেমাই, গুড়া দুধ, চিনি ও তেলসহ বিভিন্ন ঈদ সামগ্রী তাদের হাতে তুলে দেন নিউ লাইফের সদস্যরা।

    উল্লেখ্য, দি-নিউ লাইফ সংগঠনটি মাদক বিরোধী কর্মকান্ডের পাশাপাশি নগরীতে বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে বরিশালের বিভিন্নস্থানে সহস্রাধিক দুঃস্থ,অস্বচ্ছল ও কর্মহীন বেকার মানুষ মানুষদের বিভিন্ন ভাবে সহযোগীতা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ৪

    বরিশাল নগরীর কাশিপুরে মশাল নিয়ে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চারজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায়...