More

    ফিলিস্তিনে হামলার প্রতিবাদে দৌলতখানে প্রতিবাদ মিছিল

    অবশ্যই পরুন

    ফিলিস্তিনিতে মুসলমানদের ওপর ইসরাইলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে ভোলার দৌলতখানে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার (২০মে) বিকাল সাড়ে ৫টায় দৌলতখান মিয়ারহাট বাজারে,মিয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদ ও তাওহীদি জনতার ব্যানারে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সহস্রাধিক জনতার ওই প্রতিবাদ মিছিল মিয়ারহাট বাজার প্রদক্ষিণ করে পুনরায় বাজারের জে তাজ সুপার মার্কেটের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় তাওহীদি জনতা।

    মিয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি নোমান হোসেন কাশেমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, দিদারউল্যাহ ফাজিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আলমগীর হোসেন,মাওলানা মুফতি নিজামউদ্দিন, মাওলানা মোসলেউদ্দিন ।

    এসময় বক্তারা বলেন, ইসরাইল বরাবর মানবতাবিরোধী কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারা যেভাবে নিরীহ ফিলিস্তিনবাসীদের উপর নারকীয় সামরিক অভিযান চালাচ্ছে তা মানবতাবিরোধী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে পৃথিবীর সকল রাষ্ট্রকে ঐক্যমতে পৌঁছে কার্যকরি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

    বিকাল থেকে সন্ধা নাগাদ প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে অংশ্রগ্রহন করেন, দৌলতখান উপজেলার দিদারউল্যাহ গ্রামের স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...