ঝালকাঠিতে রাজাপুর উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ মে) দিনগত রাতে পার্শ্ববর্তী কাউখালী উপজেলার বিড়ালজুড়ি এলাকার মো. হানিফের ছেলে আলিম (২৬) কৌশলে বাসায় ঢুকে তাকে ধর্ষণ করে। আজ শুক্রবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) শাখাওয়াত হোসেন।
ভুক্তভোগী অভিযোগ করে জানায়, বিড়ালজুড়ি এলাকার মো. হানিফের ছেলে আলিম দীর্ঘদিন ধরে মোবাইলে উত্ত্যক্ত করতো। ঘটনার দিন বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে বাথরুমে বেন্টিলেটারের ফাকা জায়গা দিয়ে প্রথমে আলিম প্রবেশ করে পেছনের দরজা খুলে দিলে আরও ৫/৬ জন প্রবেশ করে। তাদের সহযোগিতায় আলিম প্রবাসীর ওই স্ত্রীকে ধর্ষণ করে। পরে ঘরে থাকা স্বর্ণালংকারসহ নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় প্রবাসীর স্ত্রী ডাক-চিৎকার দিলে পেছনের দরজা দিয়ে তারা পালিয়ে যায়। ঘটনার পর থেকে আলিম পলাতক রয়েছে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল শনিবার তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হবে।
এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’