More

    ভোলায় ঝড়ের তাণ্ডবে ট্রলার ডুবি, ১১ জেলে জীবিত উদ্ধার

    অবশ্যই পরুন

    ভোলার মেঘনায় ঝড়ের তাণ্ডবে পড়ে মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় স্থানীয় জেলেদের সহায়তা ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

    মঙ্গলবার (২৫ মে) বিকেলে ট্রলারের তলা ফেটে তুলাতলী পয়েন্টে ১১ জেলে নিয়ে ট্রলারটি ডুবে যায়।

    তবে এ ঘটনায় কেউ নিখোঁজ নেই, সবাই জীবিত উদ্ধার হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রলারটিও উদ্ধার করা হয়েছে। জানা গেছে, দৌলতখানের বাহার মাঝির একটি ট্রলার মেঘনায় মাছ শিকার করছিলো। এ সময় হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। পরে স্থানীয় জেলেদের সহায়তা ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

    ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, তলা ফেটে ট্রলারটি ডুবে যায়। তবে এ দুর্ঘটনা কোনো হতাহত নেই। ট্রলারে কিছু জাল নস্ট হয়েছে। এছাড়া ঝড়ে ইলিশা ফেরিঘাট এলাকায় ৩ থেকে ৪ টি দোকান ভেঙে গেছে বলেও জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...