More

    ভোলার মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় একজন পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তার গায়ে কালো রঙের একটি টি-শার্ট ছিল।

    শনিবার বিকালে উপজেলার ভবানীপুর মাছঘাট সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে এ অজ্ঞাত পরিচয় লাশটি উদ্ধার করা হয়।

    স্থানীয় জেলেরা জানায়, বিকালে উপজেলার ভবানীপুর সংলগ্ন মেঘনা নদীতে অজ্ঞাত পরিচয় একটি লাশ ভাসতে দেখে তারা থানায় খবর দেন। পরে পুলিশের একটি টিম এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে উদ্ধার হওয়া লাশটির কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি।

    দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, নদী থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝটিকা মিছিল থেকে আ’লীগের ৩০০০ নেতা-কর্মী গ্রেপ্তার

    চলতি বছর রাজধানীতে ঝটিকা মিছিল থেকে প্রায় তিন হাজার আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন...