More

    পটুয়াখালীতে মোটরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাশিক্ষকের মৃত্যু

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মোটরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরিফ বিল্লাহ নামে এক মাদরাসাশিক্ষক নিহত হয়েছেন।

    মঙ্গলবার (১ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

    নিহত আরিফ বিল্লাহ ইউনিয়নের মৌলভী আবু তাহের মুন্সীর ছেলে। তিনি দক্ষিণ দৌলতপুর সালেহীয়া আলিম মাদরাসার শিক্ষক।

    স্থানীয় বাসিন্দা মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, ‘বাড়ির পুকুর থেকে মোটার দিয়ে পানি তোলার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে পেঁচিয়ে পড়লে তিনি আহত হন। তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

    নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির মাহমুদ বলেন, ‘আমি ঘটনাটি সম্পর্কে জেনেছি। তার মৃত্যুতে আমরা শোকাহত।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় দোকান মহাজনকে হাতুড়ি দিয়ে গুরুতর জখম: আটক-৩

    অপরাধীদের দ্রুত শনাক্ত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি করেন ভুক্তভোগীরা। এর আগে সন্ত্রাসীরা চাঁদা চেয়ে প্রাণ নাশের হুমকি...