More

    বরিশালে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ তিন বিক্রেতা গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুর ও গৌরনদীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন (র‌্যাব)। শনিবার রাতে উজিরপুরের টাকাবাড়ি এলাকা থেকে রুবেল শেখ (২২) ও প্রফুল্ল রায় (২৫) এবং গৌরনদীর তারাকুপি এলাকা থেকে মোঃ শাহ আলম চাপরাশীকে (৩৮) গ্রেপ্তার করে। গ্রেপ্তার ও উদ্ধার অভিযানের বিষয়টি রোববার সকালে এক ইমেল বিজ্ঞপ্তিতে বরিশালটাইমসকে নিশ্চিত করেছে র‌্যাব বরিশাল সদর দপ্তর রুপাতলী।

    গ্রেপ্তার তিনজন হচ্ছেন- উজিরপুরের জামবাড়ি এলাকার মুজিবর শেখের ছেলে রুবেল শেখ, ও মশাং গ্রামের গনেশ রায়ের ছেলে প্রফুল্ল রায় এবং গৌরনদীর তারাকুপির মৃত আলী চাপরাশীর ছেলে শাহ আলম চাপরাশী।

    বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, মাদক বিক্রির খবর পেয়ে র‌্যাব সদস্যরা তারাকুপি এলাকায় গেলে শাহ আলম চাপরাশী দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাকে ধাওয়া দিয়ে আটক করে শরীর তল্লাশি করলে ৭৫৩ পিস ইয়াবা পাওয়া যায়।
    অন্যদিকে উজিরপুরে অভিযান চালিয়ে ৪৫৪ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৪২০ টাকাসহ রায় এবং রুবেলকে গ্রেপ্তার করা হয়।

    এই ঘটনায় বরিশাল সিপিএসসির ডিএডি মো. সাইফুল ইসলাম ও ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানা এবং বরিশাল জেলার উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করেছেন।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চালককে কুপিয়ে এলপি গ্যাসের সিলিন্ডার লুট

    মাদারীপুর থেকে একটি ট্রাকের চালককে কুপিয়ে লুট করা ৪৬২টি খালি এলপি গ্যাসের (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার আশুলিয়ার গকুলনগর টানপাড়া...