বরিশাল নিউজ ডেস্ক: পটুয়াখালীতে ভিডিও ধারন করে ব্লাকমেইল করে চাঁদাবাজীর ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব -৮।
আজ শনিবার বেলা ১১টায় বরিশালে র্যাব-৮ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর অধিনায়ক কর্ণেল মাহমুদুল হাসান।
র্যাব-৮ এর অধিনায়ক জানান, পটুয়াখালীর বাউফলের অবসারপ্রাপ্ত এক সরকারী কর্মকর্তাকে বেধে বিবস্ত্র করে ভিডিও ধারন করে ব্লাকমেইল করে তার পেনশনের ৮ লক্ষ টাকা হাতিয়ে নেয়া হয়।
পটুয়াখালীর বাউফল থেকে মিলা আক্তার এবং নাহিদ নামে ওই চক্রের দুইজনকে গ্রেফতার করে র্যাব।
আটকরা হলেন: সাকিব হাসান শুভ, নাহিদ হোসেন ও নাজমা বেগম। তারা সবাই পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা।
পরে তাদের দেয়া তথ্যঅনুযায়ী অপর আসামী শুভকে র্যাব-১০ এর সহায়তায় রাজধানীর যাত্রাবারী থেকে গ্রেফতার করে র্যাব-৮।
বরিশাল নিউজ/এসএলটি