More

    বরিশালে পরিত্যক্ত ব্যাগের মিললো এক ব্যক্তির কাটা পা

    অবশ্যই পরুন

    ব‌রিশা‌লে পরিত্যক্ত এক ব্যাগের ভেতরে মিললো এক ব্যক্তির কাটা পা।

    বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বরিশাল কোতোয়ালী মডেল থানা পু‌লি‌শের উপ-প‌রিদর্শক আরাফাত হাসান ব‌লেন, রোববার দিবাগত মধ্যরাতে ব‌রিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানসংলগ্ন বাঁধ রোড থে‌কে কাটা পাসহ ব্যাগটি উদ্ধার করে পুলিশ।

    তিনি জানান, স্থানীয়রা রা‌তে এক‌টি ব্যাগ দেখ‌তে পায়।  প‌রে সেই ব্যাগের মধ্যে কাটা পা দেখা‌র পর পু‌লি‌শে খবর দেয় তারা। ঘটনাস্থ‌লে গি‌য়ে কাটা পা উদ্ধার করা হ‌য়ে‌ছে।

    তিনি আরও জানান , এই কাটা পা একজন পুরু‌ষের ডান পা। এটি কার বা কীভা‌বে এখা‌নে এলো সে বিষ‌য়ে তদন্ত করা হ‌বে। ঊর্ধ্বতন কর্মকর্তা‌দের সঙ্গে কথা ব‌লে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ‘কোন জামায়াতে ইসলামী নয়, গণঅধিকার নয়, ইসলামী আন্দোলন নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীই এ আসনে নির্বাচন করবে

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন...