বরিশাল নিউজ ডেস্ক: সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ইংরেজী বিভাগের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে রূপসী বাংলার কবি ও এই বিভাগের শিক্ষক জীবনানন্দ দাশকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমির হল রুমে এই কলেজের ইংরেজী বিভাগ এ্যালামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। ইংরেজি বিভাগের পক্ষে শিক্ষকরা এ সংবর্ধনা গ্রহণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য প্রফেসর ড. মো. সাদেকুল আরেফিন, বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, উপাধ্যক্ষ ড. এএস কাইউম উদ্দিন আহমেদ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সোমনাথ মন্ডল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলামিন সরোয়ার। সভা সঞ্চালনা করেছেন ইংরেজী বিভাগ এ্যালামনাই এ্যাসোসিয়েশনের আহয়ক বাহাউদ্দিন গোলাপ।
এর আগে কলেজ ক্যাম্পাসে অতিথিরা সংক্ষিপ্ত সভার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সভা শেষে বাদ্যযন্ত্রের তালে তালে হাতি নিয়ে বর্ণাঢ্য র্যালি করে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় যোগ শিক্ষক-শিক্ষার্থীরা। সেখানে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের শেষ হয়।
বরিশাল নিউজ/স্ব/খ