More

    জেইউবির আনন্দ সন্ধ্যা ও শুভেচ্ছা বিনিময়

    অবশ্যই পরুন

    বরিশাল নিউজ ডেস্ক: নগরীর রাজনৈতিক সাংস্কৃতিক ও সাংবাদিক অঙ্গনের বিশিষ্টজনের মিলনমেলা বসেছিলো কীর্তনখোলা মিলনায়তনে। শোক প্রস্তাব ও মিষ্টি মুখের মাধ্যমে অনুষ্ঠানের সূচনায় এখানের এই মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস।

    এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা অধ্যাপক মহসিন ইসলাম হাবুল, বি.এম কলেজের সাবেক ভিপি আনোয়ার হোসাইন, প্রকাশক-সম্পাদক পরিষদের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও সাংবাদিক নেতা দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাংস্কৃতিকজন কাজল ঘোষ, ছড়াকার শুভংকর চক্রবর্তী, ট্রেড ইউনিয়ন নেতা আইনজীবী এ কে আজাদ,।

    অর্থনীতি সমিতির সভাপতি কাজী মিজানুর রহমান, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ারুল হক তারিন, টেলিভিশন সাংবাদিক নেতা ও এটিএন বাংলা নিউজের ব্যুরো প্রধান হুমায়ুন কবীর, সাংবাদিক সুশান্ত ঘোষ, প্রথম আলোর বরিশাল প্রতিনিধি জসীম ।

    উদ্দিন, সুমন চৌধুরী, আলী জসিম, মিথুন সাহা সহ আরো অনেকে। বাংলাদেশের সাংবাদিকদের মর্যাদাবান জাতীয় সংগঠন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) অধিভুক্ত হওয়ার জন্য এই আনন্দ সন্ধ্যা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি)।

    সন্ধ্যায় সদর রোডের আর্য্যলক্ষ্মী ভবনের কীর্তনখোলা মিলনায়তনে এই মনোজ্ঞ আয়োজনের ও সংগঠনের সভাপতি সাংবাদিক স্বপন খন্দকার সবাইকে আন্তরিক অভ্যর্থনা জানান। উপস্থিত ছিলেন জেইউবি সদস্যরাও। অনুষ্ঠান সঞ্চালনা করেন আজকের পত্রিকার বরিশাল খান রফিক।

    বরিশাাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে পড়েছিল চিরকুট

    ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে এক আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে শহরের চাঁদকাঠি এলাকা...