More

    শিশু-কিশোরদের সুরক্ষায় সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে: ইন্দিরা

    অবশ্যই পরুন

    বরিশাল নিউজ ডেস্ক: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, দুষ্কৃতিকারীরা যেন শিশু-কিশোরদের ওপর নির্যাতন ও অন্যায় পথে চালিত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। শিশু-কিশোরদের উন্নয়ন ও সুরক্ষায় অভিভাবক ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের সব ইউনিয়ন ও পৌরসভায় আট হাজার কিশোর-কিশোরী ক্লাব স্থাপন করেছে। এ ক্লাব কিশোর-কিশোরীদের বাল্যবিয়ে প্রতিরোধ, জেন্ডার বেইজড ভায়োলেন্স প্রতিরোধ এবং রিপ্রোডাক্টিভ হেলথ বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে তাদের সচেতন করছে। কিশোর-কিশোরীরা ক্লাবে যুক্ত হয়ে বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিজেদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় তারা আত্মবিশ্বাসী হয়ে উঠছে।

    শুক্রবার (৩০ ডিসেম্বর) বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

    বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন।

    আরো উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বরিশাল বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তা ও অভিভাবকসহ কিশোর-কিশোরীরা। আলোচনা পর্ব শেষে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

     বরিশাল নিউজ /স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে পড়েছিল চিরকুট

    ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে এক আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে শহরের চাঁদকাঠি এলাকা...