More

    আতশবাজি ও ফানুস উড়ছে বরিশালের আকাশে

    অবশ্যই পরুন

    পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে কোনো ধরনের আতশবাজি ও ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে বরিশালের আকাশে উড়েছে শতশত ফানুস।

    শনিবার (৩১ ডিসেম্বর) রাতে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। বেলস পার্কে ঘুরতে আসা তরুণ-তরুণীরা একের পর এক ফানুস উড়িয়ে ছাড়ছেন আকাশে।

    ফানুস নিয়ে আসা যুবক হাসান বলেন, সন্ধ্যা থেকেই দেখছি আকাশে ফানুস উড়ছে। বেলস পার্ক এসে দেখলাম সবাই সেখান থেকেই ওড়াচ্ছে। পরে আমরাও কয়টা ওড়ালাম।

    যুবক সিমন বলেন, অনেকেই ফানুস উড়াচ্ছেন। তাই আমরাও দুইটা নিয়ে আসছি। যদি প্রশাসনের কোনো নিষেধাজ্ঞা থাকে তাহলে ওড়াবো না।

    বেলস পার্ক ঘুরতে আসা আমিনুল সোহেল বলেন, ফানুস ওড়ানোর ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা কেউ মানছে না। এটা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। উড়তে উড়তে যেকোনো স্থানে গিয়ে পড়ে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে। তাই এটা বন্ধ করা উচিত।

    বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, বিষয়টি শুনে সঙ্গে সঙ্গে বেলস পার্কে পুলিশ পাঠানো হয়েছে। কয়েকটি গ্ৰুপ মাঠে ফানুস ওড়াচ্ছিল, পরে পুলিশ পাঠিয়ে বন্ধ করা হয়েছে।

      বরিশার নিউজ/স্ব/খ

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে পড়েছিল চিরকুট

    ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে এক আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে শহরের চাঁদকাঠি এলাকা...